নিজেস্ব প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি বেলতলা গ্রামের মোকছেদ মোড়লের ছেলে প্রবাসী শাহিন এর স্ত্রী এক সন্তানের জননী সাথে একই গ্রামের রশিদ মোড়লের কলেজ পড়ুয়া ছেলে রিপন হোসেন দীর্ঘ আড়াই বছর ধরে প্রেমজ সম্পর্ক করে সর্বস্ব ভোগ করে আসছে। অবশেষে গত ১২ই মার্চ রাত তিনটার দিকে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় রিপনকে আটক করে পাশের লোকজন। ওই রাতেই রিপনকে গণধোলাই দিয়ে দেন দরবার করে রিপনকে তার পরিবারের হাতে তুলে দেয়। পরের দিন সকালে স্থানীয় লোকজন প্রবাসীর স্ত্রীর পিতাকে ডেকে এনে পিতার কাছে মেয়েকে তুলে দেয। এদিকে প্রবাসী শাহিন স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেওয়ায় কোন উপায় না পেয়ে প্রেমিকা প্রবাসীর স্ত্রী ১৪ মার্চ শুক্রবার সকালে প্রেমিক কলেজ পড়ুয়া রিপনের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করতে শুরু করে। অভিযোগ উঠেছে রিপনের পরিবার প্রভাবশালী হওয়ার অনাশনে থাকা প্রবাসীর স্ত্রী এখনও পর্যন্ত কোন বিচার পাইনি। এ বিষয়ে রিপনের মা বলেন- আমার বাড়িতে এসে উঠেছে। ছেলে বাড়ি নেই। এখন আমরা কি করবো। তাছাড়া আমার ছেলে তার ছেলে হয়। সে কি করে এমন কাজটি করতে পারে। এদিকে বিষয়টি নিয়ে সকাল থেকে দেন দরবার চলে আসছে। পূনরায় ওই মেয়ের পিতার কাছে তাকে দেওয়ার চেষ্টা চলছে। এদিন সন্ধায় রিপোর্ট লেখা পর্যন্তও প্রেমিক রিপন পলাতক রয়েছে। তবে প্রেমিকা প্রবাসীর স্ত্রী তার প্রেমিক রিপোনের বাড়িতে অবস্থান করছিল। অনাশনে থাকা প্রবাসীর একটাই দাবী ছিল, রিপন আমার সব কিছু নিয়ে নিয়েছে। আমাকে সর্বনাশ করেছে। আমার সংসার নষ্ট করে দিয়েছে। তাই আমার বিয়ে না করা পর্যন্ত এখান থেকে আমি নামবো না। প্রয়োজনে আমি জীবন শেষ করে দিবো। বিষয়টি প্রশাসনের নজরে আছে কি না জানিনা। তবে বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।