গনাইসার যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার গ্রামের যুব সমাজের উদ্যোগে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২এপ্রিল) বিকেলে গনাইসার দক্ষিন পাড়া মাঠে বড় দল বনাম ছোট দলের মধ্যকার এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় গনাইসার দক্ষিন পাড়া ছোট দল ৩-০ গোলে বড় দল কে পরাজিত করে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জুয়েল চোকদারের সভপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী পাঁচগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেলোয়ার হোসেন চোকদার, সমাজ সেবক সানাউল্লাহ চোকদার, নূর ইসলাম পাইক, ব্যবসায়ী মতিউর রহমান শেখ, আক্তার পাইক, দেলোয়ার শেখ, স্থানীয় মেম্বার হানিফ পাইক, আয়শা বেগম, ইকবাল চোকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।