টঙ্গিবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া
টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১মে) দুপরে সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনিপর আয়োজনে টঙ্গিবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন লাকরিয়ার সভাপতিত্বে ও সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি মোঃ আব্দুল হাই শেখ,অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আঃ রহিম বেপারী,দপ্তর সম্পাদক মাহাবু্ব ইসলাম রন্টি,সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সর্দার,উপজেলা যুব দলের আহবায়ক সদস্য মো: নুরুল হক শেখ মিন্টু,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী আবুল কালাম,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহজাহান বেপারী,যুবদল নেতা ওয়াসিম মল্লিক, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনী বেপারী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।