টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে ৩ কিলোমিটার ড্রেজার পাইপ গুড়িয়ে দিলেন এ্যাসিল্যান্ড
টঙ্গিবাড়ী প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের চাষিরী ও তস্তিপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কিলোমিটার ড্রেজার পাইপ গুড়িয়ে দিয়েছে টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ। সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টা হতে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই সমস্ত অবৈধ ড্রেজার পাইপ গুড়িয়ে দেন তিনি। স্থাণীয়রা জানান, আউটশাহী ইউনিয়নের চাষিরী বটতলা হতে তস্তিপুর পর্যন্ত দুটি ড্রেজারের পাইপ বসিয়ে কৃষি জমি খণণ ও ভরাট বানিজ্য চালিয়ে আসছিলো ওই এলাকার কিছু ভূমিদশ্যূ। খবর পেয়ে ওই সমস্ত পাইপগুলো গুড়িয়ে দিয়েছেন টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ বলেন, অভিযান চালিয়ে দুটি ড্রেজারের প্রায় ৩ কিলোমিটার পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ড্রেজার মালিক ও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।