মুত্তাকিন আক্তার টঙ্গীবাড়ী প্রতিনিধি:
টানা কয়েকদিনের বৃষ্টিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া টু হাসাইল যাতায়াতের প্রদান সড়কের মুন্সীবাড়ি এলাকায় রাস্তার পাশেই গর্তের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। দিনের বেলায় গর্তটি দেখা গেলেও রাতের অন্ধকারে গর্তের গাড়ির চাকা পরে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানায় এলাকাবাসী। এছাড়াও রাস্তার পাশে হাটা চলা করার সময়ও অজান্তেই পথচারীরা এই গর্তে পরে যেতে পারে। তাই স্থানীয় এলাকাবাসীর দাবী ঝুকিপূর্ণ এই গর্তটি দ্রুত মাটি দিয়ে ভরাট করে দিলে দুর্ঘটনা থেকে রেহাই পেতে পারেন তারা।