মুত্তাকিন ইসলাম টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার দুপুর ১২টা৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর সভাকক্ষে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভাশেষে জুলাই আন্দোলনে শহিদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর আলম সিদ্দিক, মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম, জাহিদ,শহিদুল আলম, জেসমিন, ইব্রাহিম, আতিকুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ,সেকমো রাকিবুল ইসলাম, টেকনিশিয়ান জয়নাল আবেদিন,হাসপাতালের নার্স ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী সহ আরো অনেকে। এর আগে হাসপাতালে আগত প্রায় শতাধিক রোগী কে বিনামূল্যে ডায়বেটিস, প্রেসার সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।