আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ-সাউথ কোরিয়া যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফ্রি চক্ষু শিবির, ব্যাকপেইন অরিয়েন্টেশন, স্কিন চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় সহ মোট ৫৫০ জন কে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কোরিয়ার হিম গ্লাসেস ও বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে সোমবার (২৮জুলাই) স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত চলে ফ্রি মেডিকেল ক্যাম্প। চক্ষু চিকিৎসা নিতে আসা সেবা গ্রহনকারীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়।
সেবাগ্রহীতা আনিস সরদার বলেন, আমি মূলচর থেকে আসছি। আমার চোখ,মাথা ও হাত ব্যথার জন্য ডাক্তার দেখাইছি।তাদের চিকিৎসা খুবই ভালো। নশংকার থেকে চিকিৎসা সেবা নিতে আসা মফিজল বলেন,আমার চোখে সমস্যা। শুনেছি এখানে কোরিয়া থেকে চোখের ডাক্তার আসছে তাই আমি এখানে চিকিৎসা নিতে এসেছি।
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, আমরা সব সময় চেষ্টা করি প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করার। গরীব দু:খী মানুষদের সহযোগী করা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করতেছি। কোরিয়ান মেডিকেল ক্যাম্প টিমের সহায়তায় ২০০ অধিক মানুষের মাঝে ফ্রি চোখের চিকিৎসা প্রদান করি এছাড়াও ব্যাকপেইন অরিয়েন্টেশন ও ব্লাডগ্রুপ নির্নয় সহ মোট ৫৫০ জনের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে থাকি।