আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পারফরম্যান্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) টঙ্গীবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুপুর ২টায় সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর গোপীনাথ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রমপুর সরকারি ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ এম.এ.আউয়াল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো: মোর্তজা আহসান। এছাড়াও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো: রনি শেখ, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়েসুর রহমান, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, সোনারং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল গনি মিয়া সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।