আপন সরদার স্টাফ রিপোর্টার: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজারে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) বিকাল ৪ টায় জয়বাংলা বাজারে নওপাড়া ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার নামে এই ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান কিরণ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম দাদন মুন্সী।
আলহাজ্ব মোবারক হালদার এর সভাপতিত্বে ও মাহবুব হালদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও দিঘিরপার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউল্লা খান, বিএনপি নেতা ও নওপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্বাস হালদার, নওপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন সরদার,
যুগ্ম আহ্বায়ক তাকবির হাওলাদার, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল, ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।