
টঙ্গীবাড়ী প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক এর নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠ হতে র্যালী টি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং চৌরাস্তায় এসে র্যালীটি শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুল হাই, আক্তার লাকুরিয়া, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল কবির কাজল হালদার, পাচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ খান,সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিক, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন হালদার,হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.জামান এপোলো,উপজেলা যুবদলের আহবায়ক ভিপি আনিস বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পারভেজ ঢালী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খোরশেদ সিকদার, ছাত্রদল নেতা তানবির মল্লিক,সজিব আজমেদ ইমন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।