
ফ্যাসিবাদ হাসিনার পতনের বর্ষপূর্তিতে দিঘিরপাড়ে বিএনপির আনন্দ মিছিল
টঙ্গিবাড়ী প্রতিনিধি:
ফ্যাসিবাদ হাসিনার পতনের বর্ষপূর্তিতে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ও সাবেক যুবদল নেতা মান্নান খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার আহবানে এক বিশাল মিছিল নিয়ে বালিগাঁও আমজাদ আলী কলেজ মাঠে একত্রিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালিউল্লাহ খাঁন, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বেপারী, স্বেচ্ছাসেবকদল নেতা মিজান খাঁন, ইউসুফ আখন, কাশেম খান, জনি খান, মো. জহিরুল ইসলাম, রুবেল খান, লিখন খান, এরশাদ খান, মোস্তফা গাজী, কুরবান খান সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।