আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ ও তারন্যের উৎসব ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক। বৃহস্পতিবার ৭আগস্ট) দুপুর ২ টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে দিঘিরপাড়-সিপাহিপাড়া রাস্তার পুরা বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছ লাগানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর দিঘিরপাড় শাখার ম্যানেজার মো: রবিউল ইসলাম, অফিসের সমৃদ্ধি প্রকল্প কর্মকর্তা শুভ, হিসাব রক্ষক বাসুদেব রায়, সহকর্মী নিহাশ মল্লিক,মনিরুল ইসলাম প্রমুখ।