টংগিবাড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাসেল শেখ, টঙ্গিবাড়ী : মুন্সিগঞ্জের টংগিবাড়িতে পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল (০৬ আগস্ট) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দিঘীরপাড় অভয় চরণ বিদ্যা নিকেতনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ।
উক্ত ক্যাম্পে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই মহতী উদ্যোগে সহায়তা করেছে টংগিবাড়ি ব্লাড ফাউন্ডেশন।
পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি জনাব নুর-আলম বলেন,
“আমরা চাই আমাদের যুবসমাজ রক্তদানে উৎসাহী হোক এবং কিশোর-কিশোরীরা অপরাধমূলক কাজ থেকে দূরে থাকুক। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কে এম মোশাররফ হোসেন বলেন,“এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এই ছেলে-মেয়েরা আমাদেরই সন্তান। আমি দোয়া করি—পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন সমাজের সত্যিকার আলোকবর্তিকা হিসেবে কাজ করুক।”