
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু বরাটের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার পাইপ ধ্বংস ও ড্রেজার পাইপ লাইন অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেসকার বাড়ির সামনে অবৈধ ড্রেজার দিয়ে মাটি ভরাট চলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওয়াজেদ ওয়াসীফ। তিনি জানান, অবৈধ ড্রেজার বসিয়ে বালু ভরাটের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও বালু পরিবহনের পাইপ বিনষ্ট করি এবং লাইন অপসারণ করা হয়। তিনি আরো বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।