টঙ্গীবাড়ী প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার সকাল ৯ টায় টঙ্গীবাড়ী উপজেলায় হাসি খুশি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। বিশেষকরে সরকারি রাস্তার পাশে যেনো ফুলের সমারোহে সৌন্দর্য বৃদ্ধি পায় এমন গাছের চারা ( কৃষ্ণ চূড়া ) বৃক্ষ রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে সংগঠনের সভাপতি হোসেন বেপারী বলেন, “ যারা জুলাই আগষ্টে শহিদ হয়েছেন তাদের স্বরণে এই বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গাছ বেচে থাকলেই আমি আপনি বেচে থাকবো।”
হাসি খুশি ক্লাব আয়োজিত এ কর্মসূচি এলাকার সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ জশিম মোল্লা, মিজানুর রহমান বেপাড়ী, আঃ রহিম শেখ, অনিক শেখ, নজরুল, জশিম শেখ, আবির, মোঃ শ্রাবণ, আশিক বেপারী, রিফাত, রফিকুল প্রমুখ।