টঙ্গীবাড়ীতে কৃষি জমি রক্ষায় এসিল্যান্ড এর অভিযান
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কৃষি জমি কেটে অন্যত্র জমি ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ।
রবিবার (১০আগস্ট) বেলা ১১ টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন চকে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয় এবং ড্রেজারে ব্যবহৃত মালামাল জব্দ করে স্থানীয় হানিফ মাদবরের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ বলেন, ফসলি জমি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।