টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে আমির হামজা(৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০আগস্ট) দুপুর ৩ টায় উপজেলার পাচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আমির হামজা মান্দ্রা গ্রামের সুলতান সরদারের ছেলে। স্বজনরা জানায়,গরম লাগার কারনে নিজ ঘরের ফ্যানের সুইচ দিতে গিয়ে আঙুলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমির হামজা কে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ এখনো থানায় আছে।