টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটোরিকশা কে ওভারটেক করতে গিয়ে বাইকের ধাক্কায় রঞ্জিত মন্ডল (৫০) নামের এক পথচারী আহত হয়েছে। এ ঘটনার পরেই বাইক চালক সাথে সাথেই বাইক নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বৃহস্পতিবার (১৪আগস্ট) রাত ১০:৪৫ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহত রঞ্জিত উপজেলার মারিয়ালয় গ্রামের মৃত গিরিন্ড মন্ডলের ছেলে। স্বজনরা জানায়, টঙ্গীবাড়ী যমুনা ব্যাংক এর নিচে রঞ্জিতের কাপর দোকান। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীবাড়ী থেকে ধীপুরের মারিয়ালয়ের দিকে একটি অটোরিকশা যাচ্ছিলো। অটোরিকশা টি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যেতেই পিছন দিক থেকে একটি মোটরসাইকেল উলটো পথ দিয়ে ওভারটেক করার সময় ওই পথে হেটে যাওয়া রঞ্জিত কে ধাক্কা মেরে সাথে সাথেই মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় মোটর সাইকেল চালক। পরে স্থানীয়রা আহত রঞ্জিত কে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত রঞ্জিত কে ঢাকা প্রেরণ করেন।