টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারে অভিযান, পাইপ ও লাইন অপসারণ
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাও ইউনিয়ন এর পদ্মানদী সংলগ্ন হাসাইল-গারুরগাও যাতায়াতের কুকরাদি নামক স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে বিভিন্ন জায়গায় ফসলি জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। পরে ড্রেজার মেশিন ও ড্রেজার পাইপ অপসারণ করা হয়। বুধবার (২০আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ। এ বিষয়ে তিনি জানান, উক্তস্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ লাইন অপসারণ করা হয়। তিনি আরো বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।