মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও সীমানাধীন তালতলা-গৌরগঞ্জ খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচলের দায়ে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের অভিযানে ২ টি বাল্কহেড জব্দ করা হয় এবং একই দিনে তস্থিপুর শিলিমপুর কোল্ড স্টোরেজ সংলগ্ন নদীর তীরে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ও পাইপ লাইন অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১:৩০ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।পরে জব্দকৃত বাল্কহেড ২ টি বিআইডব্লিউটি এর জিম্মায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।