মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার পাইপ ধ্বংস করেছে এবং সাতটি মামলায় মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ।
অভিযান চলাকালে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার ও বাঘিয়া বাজার এলাকা, শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি এলাকা, ধীপুর ইউনিয়নের মারিয়ালয় শরীফ কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকা এবং সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের সোবহান কোল্ডস্টোরেজ সংলগ্ন খালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।
এ সময় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় সাতজন ব্যক্তির বিরুদ্ধে সাতটি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিধিমালা ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে অবৈধ ড্রেজার পাইপ ধ্বংস করা হয় এবং অভিযুক্তদের নিকট থেকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “সরকারি অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে বালু ভরাট করা সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ও কৃষি জমির ক্ষতি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।