দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় গত ২৪ আগস্ট প্রথম পাতায় প্রকাশিত ‘এরশাদ শিকদারকে ছাড়িয়ে একধাপ এগিয়ে! কে এই সন্ত্রাসী মিজান খাঁন’ সংবাদটি ভিত্তিহীন ও সঠিক নয় বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন দিঘিরপাড় বাজারের ব্যবসায়ী মিজান খাঁন।
তিনি বলেন, সংবাদটিতে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে “সন্ত্রাসী” আখ্যা দিয়ে এরশাদ শিকদারের সঙ্গে তুলনা করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং মানহানিকর।
উক্ত প্রতিবেদনটি আমার ব্যক্তি ও পারিবারিক মান-মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই ধরনের সংবাদ সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার যেমন ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তা ও সুনাম রক্ষার পরিপন্থী।
আমি দৃঢ়ভাবে জানাতে চাই যে, আমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই এবং সংবাদে উল্লিখিত তথ্যসমূহ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবেশিত হয়েছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা নৈতিকতা ও গণমাধ্যমের শিষ্টাচার লঙ্ঘন করে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিজান খাঁন
ব্যবসায়ী দিঘিরপাড়