টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী শাখার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার পাচগাও ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু হয়ে কামারখাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে এই গণসংযোগ শেষ হয়। এই কর্মসূচি তে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ-২ আসন (টঙ্গীবাড়ী-লৌহজং) এর মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামী'র প্রার্থী অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টঙ্গীবাড়ী উপজেলা নায়েবে আমীর সৈয়দ আব্দুর রহিম, উপজেলা সহ সাধারণ সম্পাদক ও পাঁচগাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শহিদুল ইসলাম,পাঁচগাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা নাজমুল ইসলাম খান (নাসির),উপজেলা কর্মপরিষদ সদস্য ও হাসাইল বানারী ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ আব্দুস সালাম, পাঁচগাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোস্তাকিম ফকির, ধীপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ডাঃ শামসুদ্দোহা , উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মোঃ নাসির, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ ভুঁইয়া সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।