টঙ্গীবাড়ীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ভরাটের অভিযোগে জরিমানা
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের পশ্চিম পাচগাও ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা ও সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের বড়লিয়া-সোনারং রাস্তা সংলগ্ন ঋষিবাড়ি এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয় এবং একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ। তিনি জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।