মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। এসময় কয়েক হাজার নেতাকর্মী ঢাকঢোল ও ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে র্যালীতে অংশগ্রহণ করেন।
শুক্রবার বেলা ১১ টায় বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন রংমেহার মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে টঙ্গীবাড়ী উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বড়লিয়া মোড় এসে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক ও সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
এছাড়াও র্যালী তে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম মুরাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলাম, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক মনির হোসেন শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, কামারখারা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ এর সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারী, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুজ্জামান দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আউয়াল,স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব শেখ, মিঠুন বেপারী, হাসাইল বানারী ইউনিয়ন যুব দল নেতা মাহিম হাওলাদার হালিম, ছাত্রদল নেতা রাসেল ঢালী, সজিব রায়হান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।