1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও র‍্যালী

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন সম্পাদক এম এ মালেক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ।

 

টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুল হাইয়ের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খান মনিরুল মনি পল্টন, সহ সভাপতি আকতার হোসন লাকরিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন,

সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকো, প্রচার সম্পাদক আব্দুর রহিম বেপারী, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, সরকারি বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তানভীর মল্লিক, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব আহমেদ ইমন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারং চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট