ডহরি যুব সমাজের উদ্যোগে সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী যুব সমাজের উদ্যোগে সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটে ডহরি চটকী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম শিউলি। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কলমা ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ,বনজ ও বিভিন্ন প্রকারের ঔষধি গাছ রোপন করা হয়। ডহরী গ্রামের যব সমাজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।