
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কামারখাড়া ইউনিয়নের মালিগাঁও এলাকা থেকে শুরু হয়ে ভাঙ্গনিয়া হয়ে কামারখাড়া বাজার ও আদাবাড়ি পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর মাদবর, সহসাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, ছাত্রদল নেতা শান্ত মোল্লা প্রমুখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কামারখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়ে।