ভূমি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে ভূমি নিবিড়ভাবে সম্পর্কিত। ভূমি শুধু জমির টুকরো নয়— এটি ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি। ভূমির সঠিক ব্যবহার, মালিকানা ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই “ভূমিকথা” পুস্তিকার মূল উদ্দেশ্য।পুস্তিকা প্রকাশের পটভূমি। ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জনাব ফাতেমা তুল জান্নাত মহোদয় শিক্ষার্থীদের ভূমি বিষয়ক আগ্রহ দেখে অনুপ্রাণিত হয়ে “ভূমিকথা” নামক একটি পুস্তিকা প্রকাশের অভিপ্রায় ব্যক্ত করেন। তাঁর প্রজ্ঞাবান নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব শরীফ উল্যাহ মহোদয়ের সম্পাদনায় প্রকাশিত হয় এই মূল্যবান পুস্তিকাটি।
পুস্তিকার মূল ভাবনা ও গুরুত্ব
“ভূমি শুধু জমি নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যতের ভিত্তি।” সত্যিই, ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ছাড়া সুশাসন ও উন্নয়ন সম্ভব নয়।
“ভূমিকথা” পুস্তিকায় সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। জমি কেনার আগে করণীয় যাচাই-বাছাই,রেজিস্ট্রেশন ও নামজারি প্রক্রিয়া,অনলাইন সেবা গ্রহণের নিয়ম,
ভূমি কর প্রদান ও উত্তরাধিকার বণ্টন,
বিরোধ নিষ্পত্তি এবং প্রশাসনিক কাঠামো ইত্যাদি। এই পুস্তিকাটি শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের জন্য ভূমি ব্যবস্থাপনার সহজ ও কার্যকর নির্দেশিকা হিসেবে কাজ করবে। প্রচারণা, প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম “ভূমিকথা” পুস্তিকার প্রচার শুরু হয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজিউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মুন্সীগঞ্জ সদর থেকে। প্রথম পর্যায়ে মোট ০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পুস্তিকা বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে উপজেলা ভূমি অফিস, টংগিবাড়ী বিশেষ কর্মসূচির মাধ্যমে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০০ (দুই হাজার পাঁচশত) শিক্ষার্থী থেকে বাছাই করে ৩৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে পুস্তিকা প্রদান করা হয়।
পরবর্তীতে উপজেলা ভূমি অফিস, টংগিবাড়ী হতে ২৭-২৮ অক্টোবর সংশ্লিস্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান এবং সর্বশেষ ২৯-৩০ অক্টোবর শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয় ও প্রি-টেষ্ট অনুষ্ঠিত হয়। ফলাফলের ভিত্তিতে ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ০৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে দলগত প্রতিযোগিতা এবং ২৬০ জনকে একক প্রতিযোগিতার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
কুইজ, সেমিনার ও পুরস্কার বিতরণ
অবশেষে ৩ নভেম্বর ২০২৫ তারিখে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে একক ও দলগত কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জনাব ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ওয়াজেদ ওয়াসীফ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রি তানহা আক্তার ও শিক্ষকদের মধ্যে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সেলিম হোসেন সেমিনারে ভূমিকথা পুস্তিকাসহ এই প্রশিক্ষণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা উপর নিজেদের মনভাব ব্যক্ত করেন। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ বলেন, “ভূমিকথা” পুস্তিকাটি শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিকদের মধ্যে ভূমি সচেতনতা বৃদ্ধিসহ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমি সংক্রান্ত মৌলিক তথ্যসমূহ সহজ ও প্রাঞ্জল ভাষায় প্রকাশ করা হয়েছে। এই প্রকাশনায় যে সব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ভূমি বিষয়ক মৌলিক ধারণা, আইন ও সেবা সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, দলিল, খতিয়ান, পর্চা, দাখিলা ইত্যাদি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সম্পর্কে সহজ ব্যাখ্যা প্রদান, জমি কেনা-বেচা, রেজিস্ট্রেশন, নামজারি ও ভূমি কর প্রদানের সঠিক প্রক্রিয়া তুলে ধরা, ডিজিটাল ভূমি সেবাসমূহ সম্পর্কে অবগত করে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, ভূমি বিরোধ, মামলা নিষ্পত্তি ও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রাথমিক দিকনির্দেশনা প্রদান, উত্তরাধিকার আইন, বণ্টন ও উত্তরাধিকার ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া, ভূমি ব্যবস্থাপনায় সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে নাগরিকদের পরিচিত করা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত বলেন, “ভূমিকথা” শুধু একটি বই নয়; এটি নাগরিকদের ভূমি সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। তরুণ প্রজন্ম এই বই পড়ে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জানবে- এটাই আমাদের সাফল্য।
সমাপনী অনুষ্ঠানে একক কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে যথাক্রমে ৪০০০/-, ৩০০০/- ও ২০০০/- টাকার প্রাইজবন্ড এবং ক্রেস্ট প্রদান করা হয়। ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীর প্রত্যেককে ১০০০/- টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। দলগত কুইজ প্রতিযোগিতায় ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১ম স্থান বালিগাঁও উচ্চ বিদ্যালয়, ২য় স্থান বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়।‘
উপসংহার
“ভূমিকথা” শুধুমাত্র একটি বই নয়— এটি নাগরিক সচেতনতার এক আলোকবর্তিকা। ভূমি বিষয়ে জনগণের জ্ঞান বৃদ্ধি ও হয়রানি প্রতিরোধে এর ভূমিকা অনস্বীকার্য। জেলা প্রশাসনের এই উদ্যোগ দেশের ভূমি ব্যবস্থাপনায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে— যা আগামী প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।