
হোসেন হাওলাদার টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ করণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস) এনালিস্ট, বেটস মো.মাহফুজুর রহমান।
এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ ৫টি গ্রামীণ সড়ককে প্রাথমিকভাবে অগ্রাধিকারভিত্তিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সড়কগুলোর ব্যবহারযোগ্যতা, অর্থনৈতিক গুরুত্ব, বাজার সংযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশগম্যতা বিবেচনায় এই তালিকা প্রস্তুত করা হয়।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী প্রকৌশলী রাজু শেখ,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো.মোজাফফর হোসেন,সাধারণ সম্পাদক মো.রনি শেখ, এলজিইডি’র সার্ভেয়ার তৌহিদ খান তুসার, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাউসার সোহেল সহ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাদিকারী সহ আরো অনেকে।