
আপন সরদার টঙ্গীবাড়ি প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজিল আলম শেখ অনিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক খান, সাবেক ছাত্রনেতা মুজিবর শেখ, পাঁচগাঁও ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন শেখ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সুমন চোকদার, নারী ও শিশু অধিকার ফোরামের উপজেলা আহ্বায়ক মো. ইসমাইল মোল্লা লিটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির এবং সিনিয়র সহ-সভাপতি জহির বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।