
জসিম শেখ টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাদী মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কামারখাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, মোহাম্মদ হোসেন লিখন খান, শিলই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিল বেপারী এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল চকিদার, মহিলা দল নেত্রী রোমানা আক্তার, রুথি আক্তার, মুন্নি আক্তার, পারভিন আক্তার, জান্নাত বেগম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় করতে তৃণমূলের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ কর্মসূচি সফল করতে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।