
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর রাহমানিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক দান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টায় মাদ্রাসা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি আকতার হোসেন মোল্লা।
অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা কারী নজরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন রাহেলা বেগম আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী সাদ সাদী মোল্লা,মারিয়ালয় কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মুফতী আশরাফুল ইসলাম, মটুকপুর মোল্লা বাড়ি জামে মসজিদ এর ইমাম মুফতী আরিফুল ইসলাম সহ অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।