নিজস্ব প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সাংবাদিকের উপর মাদক কারবারীদের হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারীরা সাংবাদিক বিপু মাদবরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। বিপু মাদবর স্থাণীয় আমার বিক্রমপুর নিউজ পোর্টালে সাংবাদিকতা করে থাকেন। তার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে।
এ ব্যাপারে বীপু মাদবর বলেন শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে প্রতিদিনের মতো আমি বাসায় যাওয়ার পথে মাদক সেবক ব্যবসায়ী সিজানসহ কয়েকজন দুর্বৃত্ত আমাকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। শরীরে সোয়েটার থাকায় গুরুতর দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত লাগে। এতে নিরাপত্তাহীন আছি ।
বীপু মাদবর আরো বলেন, কিছুদিন আগে টঙ্গিবাড়ী মদ খেয়ে ৫ জনের মৃত্যূর ঘটনা ঘটে। সে সময় নিহত ব্যাক্তিদের সাথে হামলাকারী সিজন ও মদপান করে। সে দীর্ঘদিন হাসপাতালে ছিলো। পরে বাড়িতে আসে। আমি সে সময় সংবাদ পরিবেশন করায় সিজান তার দলীয় সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা চালায়। আমি বিষয়টি টঙ্গিবাড়ী থানা ওসিকে অবহিত করেছি।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মোঃ সাইফুল আলম বলেন আহত সাংবাদিক বিষয়টি আমাকে অবহিত করেছে আমি তাকে থানায় এসে অভিযোগ দায়ের করতে বলেছি।