আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুষ্ঠিত শহিদ জিয়া স্মৃতি রুপা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে গোয়ারা স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেল ৪ টায় ভোরন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গোয়ারা স্পোর্টিং ক্লাব বনাম বালিগাও এর মধ্যকার ফাইনাল খেলায় গোয়ারা ১-০ গোলে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আমির হোসেন দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা,লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার। উপজেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান বেপারীর সভাপতিত্বে ও আউটশাহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন শিকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য জহিরুল ইসলাম লেলিন,শেখ জামাল,উপজেলা বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম মুরাদ,ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আকতার তৃষা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিল শেখ অনিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি, সাধারণ সম্পাদিকা নাসিমা আকতার সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।