টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এর জমিতে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মো. নাজির হোসেনের বিরুদ্ধে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ভবন দেখা যায়।
স্থানীয়দের দাবি, প্রভাবশালী ব্যক্তি এই ভবনটি সরকারি খাসজমি ও বিআইডব্লিউটিএর জমির অংশ বিশেষ দখল করে নির্মাণ করছেন। এ কারণে কেউ প্রকাশ্যে নির্মাণকাজে বাধা দিতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।
অভিযুক্ত ব্যক্তি মো. নাজির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম মেনে জমি কিনেছেন এবং দলিলপত্রও রয়েছে। একই দাগে সরকারি জমি থাকলেও তিনি তার মালিকানার অংশেই কাজ করছেন দাবি করে বলেন, “নির্মাণের অনুমোদন এখনো নেওয়া হয়নি, তবে আবেদন করা হবে।”
এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অনিয়ম দেখে নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কাজ চালু করতে নিষেধ করেছেন।
টঙ্গীবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি জমিতে অনুমোদনবিহীন নির্মাণকাজকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। প্রশাসনের তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।