
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি নেতা মো.জাহাঙ্গীর মাদবর এর উদ্যোগে শুক্রবার বাদ জুমআ ভাঙ্গনিয়া পূর্বপাড়া জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেন্টু দেওয়ান, মো.মামুন মোল্লা,উপজেলা কৃষক দলের সহ সভাপতি আজিজ হাওলাদার,কামারখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাসির মোল্লা সহ কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। নেতাকর্মীরা বলেন,”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আমরা সর্বদা দোয়া করছি। দেশের মানুষও তার সুস্থতার জন্য প্রার্থনা করছে।”