মোঃ জসিম শেখ টঙ্গীবাড়ী প্রতিনিধি: বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার সাবেক গ্রামীন ব্যাংক অফিস সংলগ্ন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শেখ এর নতুন বাড়িতে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক ও মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা ও আয়োজক উপজেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শেখ এর শারীরিক সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।
এতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনাও করা হয়। বক্তারা অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর ঐক্য, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।