
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকদ্রব্য সহ সজিব মোল্লা (৩৯) নামের এক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সজিব এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১,৭৫০ টাকা উদ্ধার করে পুলিশ। বুধবার (১০ডিসেম্বর) সন্ধায় উপজেলার পাচগাও ইউনিয়নের সিদ্ধেশ্বরী বাজারের দুলাল এর দোকানের সামনে থেকে অভিযান পরিচালনা করে সজিব কে আটক কর হয়। সজিব উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল হক ডাবলু (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধেশ্বরী বাজারে অভিযান চালিয়ে সজিব মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।