চাঁদপুর প্রতিনিধি:
ওসমান হাদির উপর গুলি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন।
আজ চাঁদপুরের মতলব উত্তরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওছমান হাদীর উপর গুলি বর্ষন করে হত্যাচেষ্টার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের ঘটনা নির্বাচন বানচালের চেষ্টা করছে। তা আর হতে দেয়া যাবে না। যারা ওছমান হাদীকে গুলি করেছে, তারা অবশ্যই ফ্যাসিস্টের দোসর। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত সেই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার সহ আরো অনেকে।