1. live@bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ : বিক্রমপুর নিউজ ২৪
  2. info@www.bikrampurnews24.online : বিক্রমপুর নিউজ ২৪ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে আসছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী টঙ্গীবাড়ীতে অসহায় দিনমজুরের বসত বাড়ি দখল, প্রশাসনের সহায়তা না পেয়ে ছোট শিশু নিয়ে রাস্তায় ঘুরছে ভুক্তভোগী ওসমান হাদির উপর গুলি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে – জালাল উদ্দীন  টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া  ঐতিহ্য হারানোর পথে হাসাইল মৎস্য আড়ত প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’— কে এম বিল্লাল হোসাইন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক টঙ্গীবাড়ীতে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ১ সরকারি ব্যাংকে ঘুষের অভিযোগ—অগ্রণী ব্যাংক শাখার বিরুদ্ধে তদন্ত দাবি গ্রাহকদের মুন্সীগঞ্জে লিজকৃত জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলো প্রশাসন

টঙ্গীবাড়ীতে অসহায় দিনমজুরের বসত বাড়ি দখল, প্রশাসনের সহায়তা না পেয়ে ছোট শিশু নিয়ে রাস্তায় ঘুরছে ভুক্তভোগী

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ( মামুদুল) গ্রামে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা হতে দুই ভাইয়ের বসতঘর ভেঙ্গে বসত ভিটা দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুই ভাইকে ৩ শিশু সন্তানসহ তাদের স্ত্রীদের নিয়ে সন্ধায় থানার সামনে রাস্তায় ঘুরতে দেখা গেছে। দিন-মজুর দুই ভাইয়ের অভিযোগ থানায় গিয়েও তারা কোন প্রতিকার না পেয়ে ৯৯৯ ফোন দিলে ৯৯৯ হতে তাদের প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্স হতে চিকিৎসা নিয়ে চিকিৎসার স্লিপসহ থানায় যেতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারটি। তবে তারা থানায় না গিয়ে আশ্রয়ের খোজেঁ রাস্তায় রাস্তায় হাটছেন বলে জানান।
জানাগেছে, ওই গ্রামের আখলেছ সৈয়াল ও মোখলেছ সৈয়াল দুই ভাই তাদের পৈত্রিক জমিতে ঘর তুলে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। বর্তমানে তাদের বাবা মারা যাওয়ার পরে তাদের পাশের চাষিরী গ্রামের আনোয়ার ভিস্তি নামের এক ব্যাক্তি ওই জমি তার দাবী করছেন। ভুক্তভোগীদের বাবা ও চাচা জীবিত থাকাবস্থায় আনোয়র ভিস্তির কাছে বিক্রি করছে বলে একটি দলিল তাদের দেখায়। সেই দলিল নিয়ে আদালতে মামলা করায় ওই জমি জোড় করে দখলে নেওয়ার অভিযোগ তুলেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, ৪০ বছরের অধিক সময় ধরে তারা পৈত্রিক সুত্রে প্রাপ্ত বসত ভিটায় বসবাস করে আসছেন। পার্শ্ববর্তী চাষিরী গ্রামের আনোয়ার তাদের বাবা ও চাচা আরশেদ আলী সৈয়ালের কাছ হতে এই সম্পত্তি কিনেছি বলে তাদের বর্তমানে বলছে। পরে একটি দলিলে দেখালে আমরা তার বিরুদ্ধে জাল দলিলের মামলা করি। মামলা করার পর সে আমাদের ঘরবাড়ি লুটপাট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী মোখলেছ সৈয়ালকে তার দুই শিশুকে নিয়ে টঙ্গিবাড়ী থানা এলাকায় ঘুরতে দেখা যায়। মোখলেছ তার ছেলে রমজানকে কোলে নিয়ে ঘুরছেন অপর ছেলে মিনহাজ ও বাবার সাথে রাস্তায় হাটছেন গন্তব্যহীন পথে। এদিকে অপরভাই আখলেছ শিশু ছেলে আবিরকে সাথে নিয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়।
এ ব্যাপারে মোখলেছ সৈয়াল বলেন, আনোয়ার সন্ত্রাসী নিয়ে এসে আমাদের ঘর বাড়ি ঘরের ভিতরে থাকা জিনিস পত্র সব লুটপাট করে নিয়ে গেছে। আমাদের ঘরে কিছু নাই। যে সমস্ত জিনিসপত্র ছিলো সব নিয়ে গেছে। রাতে ঘুমানোর মতো কাথা কম্বল কিছু নাই সব ওরা নিয়ে গেছে।
এ ব্যাপারে আখলেছ সৈয়াল বলেন, আমাদের ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ার সময় আমরা থানায় এসেছিলাম থানা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
আখলেছ এর ছেলে আবির বলেন, আমরা রাতে কোথায় থাকবো? থাকার মতো আমাদের কোন আশ্রয় নেই আমাদের।
মোখলেছ এর স্ত্রী খাদিজা বলেন, সকালে ওরা সন্ত্রাসী নিয়ে ঘর ভাঙতে আসলে প্রথমে আমরা টঙ্গিবাড়ী থানায় আসি। পরে আমি ৯৯৯ এ ফোন দেই। ফোন দিলে বলে আগে আপনারা হাসপাতাল যান চিকিৎসা নিয়ে ডাক্তারী সর্টিফিকেট নেন পরে আমরা বিষয়টি দেখবো।
এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার ভিস্তি মুঠোফোনে বলেন, ওই জমি আমার আমি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রশাসনের লোকজন সকলে জানে। আপনি এভাবে লোকজন নিয়ে জমি দখল করতে পারেন কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, এ ঘটনা আমাকে কেউ অবহিত করেনি অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট