শেখ রাসেল ফখরুদ্দীন, টঙ্গিবাড়ী :
মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গিবাড়ীতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬) ডিসেম্বর সকালে উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।"ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে মাঠে চল" এই স্লোগানে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় টঙ্গিবাড়ী ব্লাড ফাউন্ডেশন ও টঙ্গিবাড়ী সাবরেজিস্টার কার্যালয় অংশগ্রহণ করে।
প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে টঙ্গিবাড়ী ব্লাড ফাউন্ডেশন নির্ধারিত বিশ ওভারে তিন শত রানের বিশাল সংগ্রহ করে। পরবর্তীতে টঙ্গিবাড়ী সাবরেজিস্টার কার্যালয় আঠারে ওভারে সব কয়টি উইকেট হারিয়ে দুইশত পঞ্চান্ন রান করতে সক্ষম হয়।ম্যাচটিতে টঙ্গিবাড়ী ব্লাড ফাউন্ডেশন চুয়ান্ন রানের বিশাল জয় পায়৷
এ বিষয়ে টঙ্গিবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন শেখ জানান,১৬ই ডিসেম্বর আমাদের জন্য এক আনন্দের দিন।যেখানে আমরা বিজয়ের সুখ ও স্বাধীনতার গৌরবকে উদযাপন করি।আর সেই গৌরবকে ধারণ ও শহীদদের স্মরণ করে মূলত এই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে৷