
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিক এর পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে টঙ্গীবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, সহ সভাপতি আকতার লাকুরিয়া,প্রচার সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,ছাত্রদল নেতা মাহবুব মল্লিক,তানভীর মল্লিক সহ টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।