টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলার কৃতি সন্তান, ফ্রান্স শাখা বিজেপির আহ্বায়ক এস এম মাহমুদুল দীপ্ত। তাঁর নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা ও ফ্রান্স শাখা বিজেপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এস এম মাহমুদুল দীপ্ত বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের নৈতিক দায়িত্ব। বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, মহান বিজয় দিবস কেবল একটি দিবস নয়, এটি স্বাধীনতা, আত্মত্যাগ ও জাতির আত্মপরিচয়ের প্রতীক।
অনুষ্ঠানটি আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা ও ফ্রান্স শাখা বিজেপি। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।