
নিজেস্ব প্রতিনিধি:
মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের আয়োজনে টংগিবাড়ী উপজেলার মটুকপুরে দিনব্যাপী সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, খেলাধুলা, কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা। তিনি আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সভাপতি মোহাম্মদ শরীফুজ্জোহা রিপন পাঠান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ সুমন ব্যাপারী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজন ঘিরে মটুকপুর এলাকায় ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা জানান, যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।