
নিজেস্ব প্রতিনিধি – মুন্সীগঞ্জে বোরকা পরা অবস্থায় ১২ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর বৃহস্পতিবার( ১৮ই ডিসেম্বর) বিকালে তাকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি তদন্ত মোঃ কামরুজ্জামান।
গ্রেফতারকৃত মোঃ আল-আমিন (৪০), শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামের মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলা সাব রেজিস্টার অফিসের পাশ দিয়ে বোরখা পড়ে হেঁটে যাওয়ার সময় বুধবার (১৭ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার ফেরারি আসামী। এর মধ্যে একটি মামলায় ১২ বছরের অপর একটিতে এক বছরের সাজা হয়েছে তার। এছাড়া তার বিরুদ্ধে ৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ আরো জানায়, উক্ত আসামী দীর্ঘদিন ধরে নিজেকে আত্মগোপন করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিল