
উসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টঙ্গীবাড়ীতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
টঙ্গীবাড়ী প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার বাদ জুম্মা (১৯ ডিসেম্বর) টঙ্গীবাড়ী উপজেলা গেইট থেকে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের হয়ে। মিছিলটি টঙ্গীবাড়ী বাজার,থানা ও মডেল মসজিদ সহ বিভিন্ন সড়ক অতিক্রম করে পুনরায় উপজেলা গেইটে এসে শেষ হয়।
এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় তারা ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের একটি ন্যাক্কারজনক ঘটনা । ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো খুনীদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত জড়িত সকল আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে।