নিজেস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আক্কাস মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার পাচগাও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে তাকে গনাইসার কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আক্কাস মোল্লার দাফনের আগে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
স্বজনরা জানান, আক্কাস মোল্লা শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।