মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫১ সদস্যবিশিষ্ট কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইউনুছ আলী ফকির।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কামারখাড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী, সিনিয়র সহসভাপতি আ. আজিজ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মাদবর, সহসাধারণ সম্পাদক মিজান হাওলাদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আলামিন কাজী, দিঘিরপাড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোস্তফা গাজী ও সাধারণ সম্পাদক সুমন দেওয়ানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি বাবুল মোল্লা, সহসভাপতি রাজ্জাক বেপারী, বজলুর রহমান খান আজাদ, আবু কালাম হালদার, রফিকুল শেখ, আ. কাদির শেখ, মো. বাবুল হোসেন মুন্সী, মো. জামাল শেখ ও মো. আল মামুন হালদার। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ, সহসাধারণ সম্পাদক মো. মিলন শেখ, মো. ছামাদ বেপারী, ইয়াজদ্দিন সরদার ও মো. ইদ্রিস হাওলাদার। সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মাল ও মো. ছোরাব খান। প্রচার সম্পাদক মো. আসলাম বেপারী, সহপ্রচার সম্পাদক মো. বাবু মোল্লা। কোষাধ্যক্ষ মো. রশিদ উকিল। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আওলাদ হোসেন দেওয়ান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ খালাসী। ধর্ম বিষয়ক সম্পাদক মো. হারুন মাদবর, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহ আলম মোল্লা। ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সুমন সরকার, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম মোল্লা। দপ্তর বিষয়ক সম্পাদক মোস্তফা হাওলাদার।