
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকদের সুবিধা-অসুবিদার খোঁজ খবর নিতে প্রান্তিক কৃষকদের সাথে ভোরে ফসলি জমিতে আলু বুনতে লাঙ্গল টেনে আলু বুনতে দেখা গেছে মুন্সীগঞ্জ ১ আসনের মাটি ও মানুষের নেতা বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি শেখ মো: আব্দুল্লাহ।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর ভোরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর বিলে (চক) বিক্রমপুর সবচাইতে বড় ফসল আলু চাষ।এ নারী-পুরুষ কৃষকদের সাথে জমির কাজ শেষে সকালের খাবার খাওয়ার এমন চিত্রই দেখা গেছে।
এ-সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মনোনীত মুন্সীগঞ্জ ১ আসনের প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ বলেন,আমি কৃষক ঘরের সন্তান নিজেও কৃষক আমি ভালো ভাবে কৃষি কাজ করতে পারি।আপনার যানের দেশের সবচেয়ে বেশী আলু চাষ হয় আমাদের মুন্সীগঞ্জ জেলায় কিন্তু কৃষক আলুর দাম সঠিক পায় না।তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানক কৃষকদের কার্ড দিয়েছে যাতে কৃষক ভালো ভাবে চাষাবাদ করতে পারে। যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে কৃষক ও জনগণ ভালো থাকে। আমি সরকারকে অনুরোধ করবো কৃষকদের সকল আলু ভালো দাম দিয়ে কিনে নেওয়ার জন্য।